Latest News

6/recent/ticker-posts

Ad Code

Today News : আধঘন্টার ঝড়ে বেশ কিছু এলাকা লন্ডভন্ড

Today News : আধঘন্টার ঝড়ে  বেশ কিছু এলাকা লন্ডভন্ড




রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:- আধঘন্টার ঝড়ে আসানসোলের বেশ কিছু এলাকা লন্ডভন্ড। বেশ কিছুক্ষনের জন্যে যান বাহন চলাচল ব্যাহত হয়।


শনিবার বিকেলে ঝড় হওয়ার সাথে বৃষ্টি শুরু হয়। যদিও সস্থীর বৃষ্টি হলেও কিন্তু ঝড়ে লন্ডভন্ড। ঝড়ে রাস্তার বেশ কিছু গাছ ভেঙে পড়ে। যার ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। 


শনিবার আসানসোলের হীরাপুর থানা এলাকার পৌরনিগম ৮৩ নম্বর ওয়ার্ড হোমিওপ্যাথিক কলেজ রোডে গাছ পড়ার পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যদিও ঘটনাস্থলে পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের আধিকারিক গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।


পাশাপাশি কুলটিতেও আধঘন্টার ঝড়ে লন্ডভন্ড এলাকা।কুলটির কুলতোড়ার জিটি রোডের গাছ ভেঙে পড়ে গিয়ে বিপত্তি ঘটে। জিটি রোডের যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলার পৌচ্ছায়। পাশাপাশি কুলটির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ এর খুঁটি পড়ে গেছে। যার ফলে একাধিক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।


আরও পড়ুনঃ World Environment Day- বিশ্ব পরিবেশ দিবসে এক মহাসঙ্কটের কথা শোনালেন গবেষক  


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code