আশা (Asha Worker) ও আইসিডিএস (ICDS)-এর কর্মীদের দেওয়া হবে ফোন, জানালেন মমতা
আশা (Asha Worker) ও আইসিডিএস (ICDS)-এর কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার পূর্ব বর্ধমানের মাটি উৎসবের মঞ্চ থেকে আশাকর্মীদের পাশে দাঁড়িয়ে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আশা (Asha Worker) ও আইসিডিএস (ICDS)-এর মেয়েদের জন্য ৮ হাজার টাকার ফোন দেওয়া হবে। ১০ লক্ষ টাকা দিচ্ছি স্মার্ট কার্ডের জন্য, আরও ২০ হাজার স্মার্ট কার্ড বিলির জন্য তৈরি।’
একশো দিনের প্রকল্প নিয়ে ফের কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'বিজেপির লোকেরা ১০০ দিনের কাজের টাকা গত ৬ মাস ধরে বন্ধ করে দিয়েছে। কত কষ্ট করে ১০০ দিনের লোকের কাজ করে। সংবিধানের নিয়ম হচ্ছে ১৫ দিনের মধ্যে কাজের টাকা দিতে হবে। আমাদের থেকে কেন্দ্রীয় সরকার টাকা তুলে নিয়ে যায়, তার একটা ভাগ আমরা পাই। এটা ওদের টাকা তা নয়। কিন্তু ৬ মাস ধরে বিজেপি সরকার আমাদের ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না।'
আরও পড়ুনঃ Credit Card New Rules: ক্রেডিট কার্ডের Billing Cycle এ আমূল পরিবর্তন সহ একাধিক নয়া নিয়ম ১ জুলাই থেকে
মমতা এদিন আরও বলেন, 'আমরা অবিলম্বে চাই, ১০০ দিনের কাজের টাকা দাও, নইলে বিজেপি বিদায় নাও। বাংলার বাড়ি, বাংলার সড়ক যোজনাতেও টাকা আটকে রেখেছে। আমি সাংসদদের একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলাম, দেখি তারপর কী করছে? তা না হলে হয়তো আমাকে দিল্লি যেতে হতে পারে এগুলো সমাধানের জন্য।'
এদিন মমতার হুঁশিয়ারি '৬ মাস ধরে বিজেপি সরকার আমাদের ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না। আমরা অবিলম্বে চাই, ১০০ দিনের কাজের টাকা দাও, নইলে বিজেপি বিদায় নাও।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊