Latest News

6/recent/ticker-posts

Ad Code

PAC এর Chairman পদ ছাড়লেন মুকুল রায়

PAC এর Chairman পদ ইস্তফা দিলেন মুকুল রায়






পিএসি এর চেয়ারম‍্যানের পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়। বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম‍্যান ছিলেন মুকুল রায়। এবার হঠাৎই সেই পদ থেকে ইস্তফা দিলেন তিনি। হঠাৎ কেন পিএসি-র চেয়ারম্যান পদে মুকুলের ইস্তফা? এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি মুকুল রায়ের।




জানা যায় এদিন ইমেইল করে ইস্তফা দেন মুকুল রায়। বেশ কিছুদিন ধরে অসুস্থ তিনি। বেশ কিছু মিটিংয়েও থাকতে পারেননি ফলে কাজে অসুবিধা হচ্ছে সেই কথা চিন্তা করেই এই ইস্তফা বলে মনে করা হচ্ছে‌।




বিজেপির টিকিটে জয়ী হয়ে বিধানসভার পিএসি-র চেয়ারম‍্যান হন মুকুল রায়। কিন্তু এরপর বিজেপি ছেড়ে মমতা বন্দোপাধ‍্যায় ও অভিষেক বন্দোপাধ‍্যায়ের হাত ধরে তৃণমূলে ফেরেন মুকুল। তারপরেও পিএস-র চেয়ারম‍্যান পদে বহাল ছিলেন তিনি। এনিয়ে বিরোধী ও রাজ‍্যের তরজাও দেখা গিয়েছিল‌।




রাজ্য বিধানসভার ৪১টি গুরুত্বপূর্ণ কমিটির মধ্যে একটি হল পিএসি (PAC) আর সেই কমিটির চেয়ারম‍্যান হিসেবে মুকুল রায়ের নাম ঘোষনা করেছিলেন বিধানসভার অধ‍্যক্ষ বিমান বন্দোপাধ‍্যায়। কিন্তু দলবদল করায় পিএসি চেয়ারম‍্যান হিসেবে মুকুল রায়কে নিয়ে শুরু হয় তরজা। জল গড়ায় সুপ্রিম কোর্টেও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code