SSC Teacher Recruitment: পুরোনো মিটিয়ে, প্রধান শিক্ষক, জট কাটিয়ে উচ্চ প্রাথমিক, সবশেষে সহকারী শিক্ষক নিয়োগ!
রাজ্যের শিক্ষক নিয়োগ করতে কোমর বেঁধেছে সরকার। কয়েকদিন আগেই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের ঘোষণা করেছে রাজ্য। ইতিমধ্যে শূন্যপদের বিবরণ পাওয়া গেছে। জানা গেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে কুড়ি হাজার শিক্ষক নিয়োগ করা হবে। শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।
সূত্রের খবর 1 থেকে 2 এর মধ্যে প্রকাশিত হতে পারে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। প্রায় সাড়ে তিন হাজার শূন পদে নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। বর্তমান সহকারী শিক্ষক পদে কর্মরত শিক্ষকরাই প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারবেন।
এসএসসি সূত্রে খবর নবম দ্বাদশ শ্রেণীর পুরনো প্যানেলের বর্ধিত শূন্যপদ পূরণের প্রক্রিয়া সম্পন্ন করা হবে ফলে শিক্ষকও শিক্ষাকর্মী মিলিয়ে সাড়ে সাত হাজার চাকরি হতে চলেছে । এরপরে হবে প্রধান শিক্ষক নিয়োগ। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলার জট আইনি জটিলতা কেটে গেলে সাড়ে 14 হাজার শিক্ষককে নিযুক্ত করার প্রক্রিয়া চলবে সমান্তরালে। সবশেষে আজ সহকারী শিক্ষক নিয়োগ।
সূত্র অনুযায়ী,নবম দ্বাদশ শ্রেণীর পুরনো প্যানেলের বর্ধিত শূন্যপদ পূরণের প্রক্রিয়া সম্পন্ন করার পর প্রধান শিক্ষক নিয়োগ, জটিলতা কাটলে উচ্চ প্রাথমিকে নিয়োগ, সবশেষে সহকারী শিক্ষক নিয়োগ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊