কৃষকদের জন্য রাজ্যে ফের চালু হচ্ছে 'কৃষকরত্ন'
ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার কৃষক বন্ধু প্রকল্পের ভাতার পরিমাণ বাড়িয়েছেন। এবার দু বছর বন্ধ থাকার পর ফের রাজ্যের চাষীদের জন্য চালু হচ্ছে কৃষকরত্ন সম্মান (Krishak Ratna Award)।
জানা যাচ্ছে এক জন করে মোট 340 জন কৃষককে সম্মানিত করা হবে এই সম্মানে। পুরষ্কার হিসেবে 10000 টাকার চেক এবং একটি করে সার্টিফিকেট দেওয়া হবে (Krishak Ratna Award)। আগামী 17 ই মে পশ্চিমমেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে এই সম্মান তুলে দেওয়া হবে বলেই নবান্ন সূত্রে খবর।
করোনা অতিমারির জেরে গত দু'বছর ধরে বন্ধ ছিল কৃষকরত্ন পুরস্কার। তবে এখন রাজ্য তথা গোটা দেশেই নিয়ন্ত্রনে রয়েছে করোনা সংক্রমণ। আর সেই কারণেই ফের কৃষকরত্ন পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Krishak Ratna Award)।
এদিকে এদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161 তম জন্ম বার্ষিকীতে রবীন্দ্রসদনের অনুষ্ঠানে বিশেষ বাংলা অ্যাকাডেমী পুরস্কারে সম্মানিত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতাবিতান কাব্যগ্রন্থকে সামনে রেখে এই পুরষ্কার দেওয়া হয়েছে তাঁকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊