'পুলিশকে মাইনে দিয়ে না পুষে কুকুর পুষলেই হয়' পুলিশকে নিশানা করে বিতর্কিত মন্তব্য CPIM রাজ্য সম্পাদকের
বিষ্ণুপুরে (Bishnupur) সিপিএম (CPIM) কর্মী খুনের প্রতিবাদ-সভা থেকে পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্য সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। তিনি বলেন, বলেন, ‘পুলিশকে কেন মাইনে দিয়ে রাখা হয়েছে? কুকুর পুষলেই তো হয়।শুঁকে শুঁকে বলে দিতে পারে।’
আরও তীব্র আক্রমণ শানিয়ে মহম্মদ সেলিম বলেন, ‘কয়েকজন এসপিকে ছেড়ে দিয়ে কয়েকটা বিদেশি কুকুরকে ট্রেনিং দিলেই হয়। বিদেশি কুকুরকে ট্রেনিং দিলেই তো খুনের কিনারা হয়ে যাবে।’
পুলিশকে আক্রমণ শানিয়ে মহম্মদ সেলিম বলেছেন, 'এখানে আমরা প্রতিবাদ সভা করছি, আর ওরা সুড় সুড় করে ওখানে গেছে। আগেই তো ওখানে যাওয়া উচিত ছিল। ঘটনার দিনই তো যাওয়া উচিত ছিল। বয়ান রেকর্ড করা উচিত ছিল। লোক দেখানো হচ্ছে, মাকে জিজ্ঞেস করছে আপনার কাউকে সন্দেহ হয়। যার নাম বলবে তার কাছে যাবে? এর জন্য পুলিশ রাখার কী দরকার ছিল, কয়েকটা কুকুর পুষলেই তো হত।'
যার পরই তিনি জোড়েন, 'পুলিশের কুকুররা শুঁকে শুঁকে গিয়ে সন্দেহভাজনকে দেখিয়ে দিতে পারে। তাহলে কয়েকটা এসপিকে সরিয়ে কয়েকটা ট্রেনিং পাওয়া বিদেশি কুকুর রাখলেই তো খুনের কিনারা হয়ে যাবে।'
সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের এই মন্তব্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊