IPL-র প্লে-অফের লড়াই থেকে কার্যত ছিটকে গেল KKR
IPL-র প্লে-অফের লড়াই থেকে কার্যত ছিটকে গেল KKR । শনিবার রাতে লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ব্যাটে- বলে বিশ্রী পারফরমেন্স দেখায় কলকাতা। লজ্জাজনকভাবে হেরে আইপিএলের (IPL 2022) প্লে-অফে ওঠার লড়াই থেকে কার্যত ছিটকে গেল কেকেআর।
শনিবার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নাইট (KKR) অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথম ওভারেই লখনউ অধিনায়ক কে এল রাহুলকে (KL Rahul) ফিরিয়ে দিলেও কুইন্টন ডি’কক এবং দীপক হুডার অনবদ্য ব্যাটিং এগিয়ে নিয়ে চলে লখনউকে। মাত্র ২৯ বলে ৫০ করেন ডি’কক। হুডা করেন ২৭ বলে ৪১ রান। ১৪ বলে ২৮ রান করে স্টয়নিস লখনউকে ১৭৬ রানে পৌঁছে দেন।
জবাবে ব্যাট করতে নেমে ব্যর্থ নাইট শিবির। একমাত্র আন্দ্রে রাসেল (Andre Russlle) এবং সুনীল নারিন (Sunil Narin) -র ইনিংস নাইট শিবিরকে ১০০ টপকাতে সাহায্য করে। রাসেল করেন ১৯ বলে ৪৫ রান। ১২ বলে ২২ রান করেন নারিন। মাত্র ১৪ ওভার ৩ বলে ১০১ রানে এদিন অল-আউট হয়ে যায় কেকেআর।
এদিন হেরে কেকেআরের প্লে-অফে খেলার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল। নিজেদের শেষ ৩ ম্যাচে বড় ব্যবধানে জিতলেও শেষ চারে যেতে হলে অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে কেকেআরকে। অন্যদিকে এই জয় লখনউয়ের প্লে-অফে খেলা কার্যত নিশ্চিত করে দিয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষে লখনউ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊