Weather Report - উত্তরবঙ্গের বিভিন্ন জেলার এই সপ্তাহের আবহাওয়ার খবর

Weather Report - উত্তরবঙ্গের বিভিন্ন জেলার এই সপ্তাহের আবহাওয়ার খবর

Weather Report



এমন আবহাওয়া (weather) প্রবীণরাও কোনদিন দেখেননি বলে জানাচ্ছেন। প্রায় দুই মাস থেকে প্রায় লাগাতার চলছে বৃষ্টি। সাথে বজ্রপাতের পরিমাণও অস্বাভাবিক রকম বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।


তবে এই আবহাওয়ার পরিবর্তন (weather report) এখনি হচ্ছে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের ৪ জেলায় ভারী বৃশটির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের (north bengal weather) জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ মে বজ্রবিদ্যুত সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে।


উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে- ২৫ মে থেকে ২৯ মে মুলত পরিস্কার থেকে আংশিক পরিস্কার আকাশ থাকার, সম্ভাবনা আছে।

আবহাওয়া দপ্তর থেকে আরও জানানো হয়েছে-

কোচবিহার- ২৫ ও ২৭ মে হালকা বৃষ্টি, ২৬, ২৮ ও ২৯ মে মাঝারি বৃষ্টির, সম্ভাবনা আছে।

আলিপুরদুয়ার- ২৫ থেকে ২৯ মে হালকা বৃষ্টির, সম্ভাবনা আছে।

জলপাইগুড়ি- ২৫ মে খুব হালকা বৃষ্টি, ২৬, ২৮ ও ২৯ মে মাঝারি বৃষ্টি, এবং ২৭ তারিখ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

উত্তর দিনাজপুর- ২৫ থেকে ২৯ মে হালকা বৃষ্টির, সম্ভাবনা আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ