কংগ্রেস শিবিরে জোর ধাক্কা, দল ছাড়লেন বর্ষীয়ান নেতা কপিল সিব্বল

কংগ্রেস শিবিরে জোর ধাক্কা, দল ছাড়লেন বর্ষীয়ান নেতা কপিল সিব্বল


Kapil Sibal



জোর ধাক্কা কংগ্রেস শিবিরে। কংগ্রেস ছাড়লেন বিক্ষুব্ধ জি-২৩ (G-23) গোষ্ঠীর সদস্য তথা বর্ষীয়ান নেতা কপিল সিব্বল (Kapil Sibbal)। ১৬ই মে কংগ্রেস ছেড়েছেন তিনি। আজ উত্তরপ্রদেশে রাজ‍্যসভার নির্দল প্রার্থী হিসেবে রাজভবনে মনোনয়ন পেশ করলেন তিনি।




সিব্বল জানান, “আমি নির্দল প্রার্থী হিসেবে রাজ্যসভার মনোনয়ন পেশ করলাম। বরাবরই দেশের জন্য মুক্তকণ্ঠ হতে চেয়েছি। সংসদে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে কথা বলার চেয়ে স্বাধীন কণ্ঠ হিসেবে মতপ্রকাশ করলে দেশবাসীর কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য হয়। এবার সেই কাজটাই করতে চাইছি।” কংগ্রেসের সমালোচনা করে তিনি বললেন, “দলে (কংগ্রেস) আর একজনও সিরিয়াস নেতা নেই।”



কয়েকবছর ধরে কংগ্রেসের সমালোচনার জেরে সিব্বলকে কার্যত একঘরে করে দিয়েছিলেন জি-২৩ গোষ্ঠীর সদস্যরা। তার পর সরাসরি কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন কপিল সিব্বল। যদিও সিব্বলের পদত‍্যাগ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি কংগ্রেসের তরফে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ