DA News: বেসিক স্যালারির পাশাপাশি ৪% DA বৃদ্ধির প্রবল সম্ভাবনা সরকারী কর্মীদের
আবারও খুশির খবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। বাড়তে পারে বেসিক স্যালারি, একই সঙ্গে ফের ৪% মহার্ঘ্যভাতা (dearness allowance) দেওয়া হতে পারে। এমনই খবর মিলছে বিভিন্ন মিডিয়া রিপোর্টে। মিডিয়ার একাংশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সরকার শীঘ্রই ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর অনুমোদন দিতে পারে। যদিও এই নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। আরও পড়ুনঃ DA Case: শুনানি শেষ, কোন পথে রাজ্যকর্মচারীদের মহার্ঘ্যভাতা !
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment factor) বাড়ানোর দাবি জানিয়ে আসছেন এবং দীর্ঘদিন ধরে সরকারের ওপর এই বিষয়ে চাপ সৃষ্টি করছেন। এবার তাদের দাবী মান্যতা পেতে চলেছে বলেই সূত্রের খবর। আরও পড়ুনঃ পুরুষদের টাক সমস্যা আর নারীদের স্তনের আকার নিয়ে কটূক্তি করা একই ধরনের অপরাধ - আদালত
প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ইউনিয়ন ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment factor) ২.৫৭ গুণ থেকে বাড়িয়ে ৩.৬৮ গুণ করার দাবি করে আসছে দীর্ঘদিন ধরে। এই দাবি মানা হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা থেকে একলাফে বৃদ্ধি পেয়ে ২৬ হাজার টাকা হয়ে যাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊