Latest News

6/recent/ticker-posts

Ad Code

আগুনে পুড়ে একটি লেডিস কর্ণার ও পার্লার এবং আইসক্রিম পার্লার ভষ্মিভূত

আগুনে পুড়ে একটি লেডিস কর্ণার ও পার্লার এবং আইসক্রিম পার্লার ভষ্মিভূত


women crying



রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:- আগুনে পুড়ে একটি লেডিস কর্ণার ও পার্লার এবং আইসক্রিম পার্লার ভষ্মিভূত। একটি দোকানের মধ্যেই সবকিছু ছিল। সোমবার সকালে স্থানীয়রা প্রাতঃভ্রমণে বেরোবার সময় দেখতে পাই দোকান থেকে ধোঁয়া বেরোচ্ছে। তাই দেখে দমকল ও আসানসোল উত্তর থানার পুলিশ কে খবর দেয়।




ঘটনাটি ঘটে আসানসোল উত্তর থানা এলাকার ডিপু পাড়ায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দশ লক্ষ টাকারো বেশি। যদিও দোকান মালিক জানিয়েছেন শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে অনুমান করেছে। একটি দোকানের মধ্যেই সমস্ত জিনিস ছিল। মহিলাদের পার্লার এবং স্টেশনারি জিনিসপত্র।




সব পুড়ে ভষ্মিভূত হয়ে যায় সোমবার ভোররাতে। তবে কী কারণে আগুন তা জানতে তদন্ত করছে দমকল। ওই লেডিস কর্ণার ও পর্লোর এর মালিক নীলাঞ্জনা মুখার্জি জানান,সর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান করেছেন। তিনি জানান শূন্য থেকে শুরু হয়েছিলাম সুন্যতেই শেষ হয়ে গেলাম। অন্যদিকে স্থানীয় কাউন্সিলর গোপা হালদার তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code