ডেঙ্গি মোকাবিলায় এবার রাজ্যে চালু হল App
আজকে বর্ষা আর তার আগে ডেঙ্গি নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। সেদিকেই তাকিয়ে রাজ্যের প্রশাসনিক সহায়তার কথা ভেবেই রাজ্যে একটি নতুন চালু হল। এদিন পুর চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করল পুর ও নগরোন্নয়ন দফতর। রাজ্যের পুর নগরোন্নয়ন দফতর ও স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি (State Urban Development Authority) উদ্যোগে তৈরি এই অ্যাপ সাধারণ মানুষের জন্য নয়, এই অ্যাপ পুরোপুরি প্রশাসনিক স্তরে সাহায্যের জন্য।
কোথায় কোথায় নজর:
কোন এলাকায় ডেঙ্গি পরিস্থিতি কেমন?
কতজন ডেঙ্গি আক্রান্ত?
কীভাবে চালানো হবে নজরদারি?
কোথাও জল জমেছে কি না সবই দেখতে পাওয়া যাবে এই অ্যাপে।
ডেঙ্গি মোকাবিলায় কীভাবে প্রশাসন কাজ করবে, তার সামগ্রিক নির্দেশিকাও দেওয়া থাকবে এই অ্যাপে।
মঙ্গলবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে, অ্যাপের উদ্বোধন করেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
শুধু কলকাতাই নয় রাজ্যের বিভিন্ন জেলায় ডেঙ্গি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বর্ষার আগেই ডেঙ্গির আশঙ্কায় কাঁটা উত্তরবঙ্গেও (North Bengal)। সম্প্রতি দার্জিলিং জেলা স্বাস্থ্য দফতরই জানিয়েছে, সেই জেলায় ডেঙ্গির প্রাদুর্ভাব দেখা গিয়েছে। এক কিশোরের মৃত্যুও হয়েছে। সংক্রমণের তথ্য মিলেছে শিলিগুড়ি (Siliguri) শহর থেকেও। একই আশঙ্কার কথা জানিয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊