SSC: মেধা তালিকায় না থেকেও চাকরি পেয়েছেন মন্ত্রীর মেয়ে!  CBI তদন্তের নির্দেশ আদালতের


High Court on SSC



মেধা তালিকায় না থেকেও চাকরি পেয়েছেন মন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikary) মেয়ে CBI তদন্তের নির্দেশ আদালতের। আর এই নির্দেশের সাথে সাথে মঙ্গলবার রাত আটটার মধ‍্যে মন্ত্রীকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।



রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikary) মেয়ে অঙ্কিতা অধিকারী বর্তমানে কোচবিহারের একটি স্কুলের শিক্ষকতা করছেন। মেধা তালিকায় নাম না থাকা সত্বেও চাকরি পেয়েছেন এমনটাই অভিযোগ ছিল। আজ সেই মামলার শুনানিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। 


চাকরিপ্রার্থী ববিতা সরকার সংশ্লিষ্ট মেধাতালিকার ভিত্তিতে মামলা করেন। তাঁর অভিযোগ, ওয়েটিং লিস্টে ২০ নম্বরে তাঁর নাম ছিল। কিন্তু অজ্ঞাত কারণে মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারীর নাম চলে আসে এক নম্বরে। অঙ্কিতা চাকরি পেয়ে যান। ববিতা সরকার নাম চলে যায় ২১ নম্বরে। ওয়েটিং লিস্টে ১ থেকে ২০ নম্বরে যাঁরা ছিলেন তাঁরা চাকরি পেলেও ববিতা সরকার চাকরি পাননি। স্বজনপোষণের অভিযোগে সরব হন তিনি। 


শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে (Paresh Adhikary) আজ রাতের মধ্যেই জিজ্ঞাসাবাদের নির্দেশ। ২০১৮-তে স্কুলে চাকরি পান পরেশ-কন্যা অঙ্কিতা অধিকারী।