CTET JULY 2022: খুব শীঘ্রই প্রকাশ হতে চলছে CTET 2022-র বিজ্ঞপ্তি
খুব শীঘ্রই জারি হতে চলেছে সেন্ট্রাল টেট (CTET-2022) 2022 এর বিজ্ঞপ্তি। মনে করা হচ্ছে ২০ই মে নাগাদ জারি হতে পারে বিজ্ঞপ্তি। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা CTET-এর অফিসিয়াল ওয়েবসাইট, ctet.nic.in-এ গিয়ে আবেদন করতে পারবেন।
কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষকপদে যোগ্যতা নির্ণায়ক এই পরীক্ষায় উত্তীর্ণ হলে কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়ে শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন।
প্রার্থীদের সুবিধার জন্য, আমরা সেই পদক্ষেপগুলি উল্লেখ করেছি যার মাধ্যমে তারা পরীক্ষার জন্য আবেদন করতে পারে:
CBSE- র অফিসিয়াল ওয়েবসাইট ctet.nic.in দেখুন
হোমপেজে, ‘CTET 2022 application form’ এ ক্লিক করুন
‘Apply’ এ ক্লিক করুন
আপনার লগইন অ্যাকাউন্ট তৈরি করুন এবং registration number/application number নোট করুন
নির্ধারিত বিন্যাসে আবেদনপত্র পূরণ করুন
স্ক্যান করা ছবি আপলোড করুন এবং ফি পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করুন
এরপর সাবমিট করুন
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊