SSC Case: আজকের মতো স্বস্তি পার্থ চট্টোপাধ‍্যায়ের

Partha Chaterjee



আজকের মতো স্বস্তি পেল পার্থ চট্টোপাধ‍্যায়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে আজ আর হাজিরা দিতে হচ্ছে না পার্থ চট্টোপাধ‍্যায়কে। সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। আগামীকাল সকাল ১০টা ৩০মিনিট ফের শুনানি।



পার্থকে হাজিরার নির্দেশে আজকের মতো ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ। আজকের মতো সিবিআইয়ের কাছে পার্থ চট্টোপাধ্যায়ের হাজিরায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আগামীকাল সকাল ১০টা ৩০-এ শুনানি। শুধু তাই নয় জানা যাচ্ছে সিঙ্গল বেঞ্চে থাকা এসএসসির সব মামলায় আপাতত স্থিতাবস্থা রাখার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। 



এসএসসির গ্রুপ ডি, নবম-দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার প্রেক্ষিতে গতকাল হাইকোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগের রিপোর্ট জমা পড়েছে। আর সেই রিপোর্ট জমা পড়ার পর আজ এই নির্দেশ দেয় আদালত। কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে জিজ্ঞাসাবাদের সময় কলকাতা হাইকোর্ট যদি মনে করে তাহলে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতারও করতে পারে। পাশাপাশি উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা যাবে না বলেও জানানো হয়েছে। এরপর ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়।