Big Breaking: SSC GROUP D- মামলায় পার্থ চট্টোপাধ‍্যায়কে CBI- এ হাজিরার নির্দেশ, চাইলে গ্রেফতার


high court




SSC মামলায় নয়া মোড় এসএসসি নিয়োগ মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায়কে সিবিআই-এ হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ বিকেল সাড়ে ৫টার মধ্যে সিবিআইয়ের কাছে পার্থকে হাজিরার নির্দেশ দেওয়া হচ্ছে। 



পাশাপাশি আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না পার্থ চট্টোপাধ‍্যায়।বিকেল সাড়ে ৫টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।




এসএসসির গ্রুপ ডি, নবম-দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার প্রেক্ষিতে গতকাল হাইকোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগের রিপোর্ট জমা পড়েছে। আর সেই রিপোর্ট জমা পড়ার পর আজ এই নির্দেশ দিল আদালত। কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে জিজ্ঞাসাবাদের সময় কলকাতা হাইকোর্ট যদি মনে করে তাহলে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতারও করতে পারে। 




শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) অনুমতিতে তৈরি পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি বেআইনি বলে জানানো হয়েছে গতকালের পেশ করা রিপোর্টে। 



এদিকে, পার্থকে হাজিরার নির্দেশে আজকের মতো ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ। আজকের মতো সিবিআইয়ের কাছে পার্থ চট্টোপাধ্যায়ের হাজিরায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আগামীকাল সকাল ১০টা ৩০-এ শুনানি। শুধু তাই নয় জানা যাচ্ছে সিঙ্গল বেঞ্চে থাকা এসএসসির সব মামলায় আপাতত স্থিতাবস্থা রাখার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।