KKR vs DC: অল আউট করে কলকাতাকে হারিয়ে জয় ছিনিয়ে নিল দিল্লী ক্যাপিটালস
আজ বিকেলে আইপিএলের মঞ্চে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয় দিল্লী ক্যাপিটালস। টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। দিল্লির হয়ে ওপেন করতে নেমেছেন পৃথ্বী শ' এবং ডেভিড ওয়ার্নার। বল হাতে ওপেন করছেন কেকেআর-এর উমেশ যাদব।
২৭ বলে দুরন্ত ছন্দে নিজের অর্ধশতরান পূরণ করে ফেললেন পৃথ্বী শ'। এরপর, বরুনের বলে সাজঘরে ফেরেন পৃথ্বী। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৫ করে দিল্লি। ১১ বলে ২৯ করেন শার্দুল। ১৪ বলে ২২ করেন অক্ষর। অর্ধ শতরান করেন ওয়ার্নারও।
বেঙ্কটেশ আইয়ার এবং অজিঙ্কা রাহানে ২১৫ রান তাড়া করতে নেমেছেন। দিল্লির মুস্তাফিজুর বল হাতে ওপেন করেন। কিন্তু শেষ অবধি সেই রান তাড়া করে জয় ছিনিয়ে নিতে ব্যর্থ হয় কলকাতা। রান তাড়া করতে কিছুটা লড়াই করেন অধিনায়ক শ্রেয়স আইয়ার ও নীতিশ রানা। শ্রেয়সের সংগ্রহ ৫৪ ও নীতিশের সংগ্রহ ৩০। এদিন রাসেল করেন ২৪, ভেঙ্কটশ ১৮, সাম বিলিংস ১৫। আর কেউই দুই অঙ্কের রান করতে পারেন নি। দুই বল বাকি থাকতেই ১৭১ রানে নিজেদের ইনিংসে ইতি টানে কেকেআর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊