Road Accident: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর

Road Accident



পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। মৃতের নাম শাহ্ ফকরুল ইসলাম(৭৬)।



ঘটনা ঘটেছে শক্তিগড় থানার বাম বটতলা এলাকার জাতীয় সড়কে। ঘটনা স্থলে শক্তিগড় থানার পুলিশ।



মৃতের পরিবার সুত্রে জানাযায়,শাহ্ ফকরুল ইসলাম তার নিজের বাড়ি সাহাপুর থেকে ব্যাঙ্কের কাজে যাচ্ছিলেন,বাম বটতলা এলাকায় দুর্গাপুর গামী একটি লড়ি পিছন থেকে ধাক্কা মারে,ঘটনা স্থলে মৃত্যু হয় শাহ্ ফকরুল ইসলাম বাবুর।




দুর্ঘটনায় জেরে দুর্গাপুর গামী জাতীয় সড়কে যানযটের সৃষ্টি হয়,ঘটনা স্থলে শক্তিগড় থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে পাঠিয়েছে,এবং যানযট নিয়ন্ত্রনে নিয়ে আসে।



ঘাতক লড়িটির খোঁজে চালাচ্ছে শক্তিগড় থানার পুলিশ।