আবহাওয়ার খবরঃ রাম নবমীর দিনই আছড়ে পরলো বছরের প্রথম কাল বৈশাখী ঝড়
বেশ কয়েকদিন থেকে লাগাতার বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। তবে রোববার সকাল থেকেই মুখ ভার ছিলো আকাশের আর বেলা গড়াতেইতা আরো খারাপ হতে থাকে, এর পর দুপুর দুটো নাগাদ আচমকাই জলপাইগুড়ি সহ আশপাশের এলাকায় আছড়ে পরে এই মরসুমের প্রথম কালবৈশাখী ঝড়, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টি।
পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ায় দ্রুত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় জলপাইগুড়ি শহরে।
ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও গ্রামাঞ্চলে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় জল জমে যায়। কয়েকটি জায়গায় পড়ে গিয়েছে গাছ । ইলেক্সট্রিক পোল ভেঙে গেছে বেশ কয়েকটি জায়গায়। সব মিলিয়ে রাম নবমীর দিন ঝড়ে দারুণ ভাবে ক্ষতিগ্রস্থ জলপাইগুড়ি।
কোচবিহারের বেশ কিছু জায়গাতেও কালবৈশাখী আছড়ে পড়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊