CPIM পলিটব্যুরোর সদস্যপদ থেকে বিদায় নিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু





রাজ‍্য কমিটি থেকে আগেই বিদায় নিয়েছেন এবার সিপিআইএমের পলিটব্যুরোর সদস্যপদ থেকে বিদায় নিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বিমান বসু এখন আমন্ত্রিত সদস্য হিসাবে থাকবেন।



পলিটব‍্যুরোয় জায়গা পেলেন রামচন্দ্র ডোম। এই বীরভূমের নেতা দীর্ঘদিন সাংসদ ছিলেন। পরে তাঁকে রাজ্য সম্পাদকমণ্ডলী এবং কেন্দ্রীয় কমিটিতে জায়গা দেওয়া হয়েছিল। এবার তাঁকে নেওয়া হল পলিটব্যুরোতে।  



অন্যদিকে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন বাংলার তিন নতুন মুখ। নতুন সদস্যরা হলেন দেবলীনা হেমব্রম, শমীক লাহিড়ী এবং সুমিত দে। এদিকে সম্পাদক হিসেবে নিজের তৃতীয় ইনিংস শুরু করলেন সীতারাম ইয়েচুরি। আরও পড়ুনঃ পুনরায় দায়িত্বে সীতারাম ইয়েচুরি, আর কে কে জায়গা পেলেন পলিটব‍্যুরোতে




শমীক লাহিড়ী ডায়মন্ড হারবারের প্রাক্তন সাংসদ তথা দক্ষিণ ২৪ পরগনার সিপিআইএমের জেলা সম্পাদক। সুমিত দে দু’‌বারের নদিয়া জেলার সম্পাদক। দেবলীনা হেমব্রম ‘লড়াকু নেত্রী’ হিসাবে পরিচিত। বাম জমানায় তিনি মন্ত্রী ছিলেন।