বছর শুরুতেই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য উত্তর আসানসোলে

অগ্নিকাণ্ড



রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোলঃ 

আজ পহেলা বৈশাখ নতুন বছরের শুরু হতেই শিল্পাঞ্চলের বাতিল প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালো।ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানা অন্তর্গত দু নম্বর জাতীয় সড়কের পাশে মৌজুরি গ্রাম এলাকায় বাতিল প্লাস্টিক কারখানায়।এলাকা জুড়ে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।প্রায় কয়েকশো ফুট উচ্চতা নিয়ে শুধু কালো ধোঁয়া। উত্তর আসানসোলের মৌজুরি গ্রামে এক প্লাস্টিকের গুদামে আগুন লাগার ঘটনায় কেউ বলছে কোনো কারণে আগুন লেগে গিয়েছে। আবার সংস্থার কর্মীর দাবি ব্যবসায়িক দ্বন্দ্বে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।


এলাকার কাউন্সিলর শ্যাম সরেন বলেন যে, কোনো কারণে আগুন লেগে গিয়েছে। তবে অগ্নিনির্বাপক কোনো ব্যবস্থাই গুদামে ছিল না বলে মেনে নিয়েছেন তিনি। তিনি আরও বলেন আসানসোলের ১৫ নম্বর ওয়ার্ডের মজুরী গ্রামের এক গোডাউনে আগুন লাগাকে কেন্দ্র করে আতঙ্ক এলাকায়। স্থানীয় সূত্র মারফত জানাজায় এই গ্রামের একটি গোডাউনে আগুন দেখতে পায় এলাকা বাসীরা পুলিশ ও দমকলকে খবর দেওয়া হয়। দমকল এসে আগুন নিয়ন্ত্রনে আনে কেউ হতাহত হয়নি তবে গোডাউনের সামনে গরু বাছুর ছিল তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে রাখা হয়েছে।




অন্যদিকে গুদামের কর্মীরাও স্বীকার করেন যে সংস্থার নিজস্ব কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই। প্রশ্ন উঠেছে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছাড়া জনবসতির মধ্যে কি ভাবে অনুমতি পায় এই ব্যবসা।




ঘটনা স্থলে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ চালায়, প্রায় দু ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এলাকার মানুষ। ঘটনা স্থলে স্থানীও কাউন্সিলার ছাড়াও আসানসোল উত্তর থানার পুলিশ উপস্থিত ছিলেন।