SSC Recruitment Scam:‌ SSC নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নামছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ED


ED



রাজ্য স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে এবার আর্থিক দুর্নীতির তদন্তে নামছে ইডি। রাজ্যে শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। ইতিমধ্যে নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। তদন্তের দায়ভার গেছে সিবিআইয়ের কাছে। সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। পরে ডিভিশন বেঞ্চের হস্তক্ষেপে আপাতত চার সপ্তাহ হাজিরা দিতে হবে না পার্থকে। এর মাঝেই সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বয়কট করার দাবি তুলেছে এক দল আইনজীবী। এর মাঝেই আজ জানা যাচ্ছে এবার তদন্তে নামছে ইডি।



এসএসসি নিয়োগে আর্থিক দুর্নীতি খতিয়ে দেখবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ED। আর্থিক দুর্নীতি উৎস কোথায়?‌ কীভাবেই বা এই লেনদেন হয়েছে? ইত্যাদি বিষয় খতিয়ে দেখবেন তাঁরা। ইতিমধ্যেই সিবিআইয়ের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে ইডি। তদন্তের জন্য পৃথক দলও গঠন করা হচ্ছে। সূত্রের খবর, খুব শীঘ্রই তদন্তে এগোতে চলেছে ইডি।



নিয়োগ দুর্নীতি নিয়ে আগেই সিবিআই এফআইআর করেছিল। সেই সূত্র ধরেই তদন্ত করবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নামছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। আর্থিক দুর্নীতির তদন্তে নামছে ইডি।