Civil Defense: অবস্থান বিক্ষোভে সিভিল ডিফেন্স


Civil Defense




মধুসূদন রায়, ০৭ এপ্রিল, জলপাইগুড়িঃ "মাননীয়া মোদের নিয়োগ দিন, বেকারত্বের জ্বালা থেকে মুক্তি দিন। আমাদের বাঁচান। আমরা ক্লান্ত, বেকারত্বের যন্ত্রণায় জর্জরিত। আমাদের প্রতি একটু সদয় হোন।"-মাননীয়ার মুখের দিকে তাকিয়ে এভাবেই একাধিকবার অবস্থান-বিক্ষোভে শামিল হয়েছেন রাজ্যের সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্সরা। কিন্তু কাজের কাজ কিছু না হওয়ায়  বৃহস্পতিবার ফের ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন হয়। 

এদিন বেলা ১২টা নাগাদ জলপাইগুড়ি তিস্তা উদ্যান থেকে পোস্ট অফিস হয়ে ডিএম অফিস পর্যন্ত মহামিছিল করা হয় সংগঠনের পক্ষ থেকে। পরে ডিএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে তারা। উপস্থিত ছিলেন, জলপাইগুড়ি জেলার সিভিল ডিফেন্স কর্মীরা। 

মূলত, আজ তারা মাসে ৩০ দিনের কাজ সহ ৬০ বছরের সুনিশ্চিত করনের দাবিতে এই অবস্থান বিক্ষোভে সামিল হয়। 

সংগঠনের সদস্যরা জানায়, দু-মুঠো ভাতের দাবিতে ডিএম অফিসের সামনে ফের অবস্থান বিক্ষোভের পথ বেছে নিতে হয়েছে তাদের। 

এবিষয়ে সংগঠনের রাজ্য সহ সভাপতি প্রসেনজিত্ বসাক বলেন, ‘আজ ডিএম অফিসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।আমরা আজও অপেক্ষায় একটু সুবিচার আশায়। আমরা লাঞ্ছিত ভলান্টিয়ার্সরা, আমাদের ঘরে ঘরে বেকারত্ব কুরে কুরে খাচ্ছে।মাননীয়া মোদের নিয়োগ দিন, বেকারত্বের জ্বালা থেকে মুক্তি দিন। আমরা বহুদিন থেকে বহুবার বিপর্যয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অসম্ভব মানসিক যন্ত্রণায় দিন অতিবাহিত করছি। আমরা ক্লান্ত, বেকারত্বের যন্ত্রণায় জর্জরিত। আমাদের বাঁচান। আমাদের প্রতি একটু সদয় হোন। আজও আমরা মাসে ৩০ দিনের কাজ সহ ৬০ বছরের সুনিশ্চিত করনের আশায় পথ চেয়ে রয়েছি। দয়া করে আমাদের অধিকার আমাদের হাতে তুলে দিন।’