বাঙালির আসল দুর্গা পূজা কিন্তু বাসন্তীকা দুর্গাই, জেনে নিন তারিখ ও সময়
রামায়ণ অনুসারে, অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে শ্রীরামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার আরাধনা করেছিলেন, যা অকাল বোধন হিসেবে খ্যাত। আর পুরাণ অনুযায়ী, চন্দ্র বংশীয় রাজা সুরথ বসন্ত কালে দেবী দুর্গার আরাধনা করেন। আসলে বিপদকালে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে আদ্যাশক্তির আরাধনা পুরাকাল থেকেই চলে আসছে।
শরৎকালে শারদীয়া দুর্গা পূজা, আর বসন্ত কালে দেবীর আরাধনা বাসন্তী পূজা হিসেবে প্রসিদ্ধ। উভয় পূজার রীতিও প্রায় একই। তবে আদি দুর্গা পূজা কিন্তু বসন্তের এই দুর্গা পূজাই। যদিও কালক্রমে আপামর বাঙালি শারদীয়া দুর্গাপূজাকেই অন্যতম প্রধান দুর্গাপূজের স্বীকৃতি দিয়েছে।
তবে আজও আদি দুর্গাপূজা বা বসন্তের দুর্গাপূজাও কিন্তু বাঙালি ভুলে যায়নি, বিভিন্ন জায়গায় জাকজমক পূর্ণ ভাবেই বাসন্তীকা দুর্গা মায়ের আরাধনা করা হয়।
চলতি বছর বাসন্তী পূজা পড়েছে ৮ এপ্রিল, শুক্রবার। জেনে নিন, ২০২২ সালের বাসন্তী পূজার সঠিক তিথি ও শুভক্ষণ।
অষ্টমী তিথি আরম্ভ - ৮ এপ্রিল, শুক্রবার। বাংলা মাসের ২৪ চৈত্র। সময় - রাত ১১টা ০৭ মিনিট।
অষ্টমী তিথি শেষ - ৯ এপ্রিল, শনিবার। বাংলা মাসের ২৫ চৈত্র। সময় - রাত ১টা ২৪ মিনিট।
রাত ১টায় সন্ধি পূজা আরম্ভ, রাত ১টা ২৪ মিনিটে বলিদান। রাত ১টা ৪৮ মিনিটের মধ্যে সন্ধি পূজা শেষ।
নবমী তিথি আরম্ভ - ৯ এপ্রিল, শনিবার। বাংলা মাসের ২৫ চৈত্র। সময় - রাত ১টা ২৫ মিনিট।
নবমী তিথি শেষ - ১০ এপ্রিল, রবিবার। বাংলা মাসের ২৬ চৈত্র। সময় - রাত ৩টে ১৬ মিনিট।
দশমী তিথি আরম্ভ - ১০ এপ্রিল, রবিবার। বাংলা মাসের ২৬ চৈত্র। সময় - রাত ৩টে ১৭ মিনিট।
দশমী তিথি শেষ - ১১ এপ্রিল, সোমবার। বাংলা মাসের ২৭ চৈত্র। সময় - রাত ৪টে ৩১ মিনিট।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊