Cancellation of trains for undertaking infrastructure development work
ডাবল লাইনের কাজের জন্য একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। northeast frontier railway এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ডাবল লাইনের কাজ চলবে। এর ফলে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৩০৬৩- হাওড়া বালুরঘাট এক্সপ্রেস ১১ এপ্রিল, ১২ এপ্রিল এবং ১৩ এপ্রিল বাতিল ঘোষণা করা হয়েছে। এই বাতিলের তালিকায় রয়েছে কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস, বন্ধ থাকবে ৯ এপ্রিল এবং ১২ এপ্রিল। ১৩১৭৩ শিয়ালদা-আগরতলা এক্সপ্রেস বন্ধ থাকবে ৮ এপ্রিল এবং ১০ এপ্রিল।
বন্ধ থাকবে উত্তরবঙ্গ এক্সপ্রেস , ১৩১৪৭ শিয়ালদা-বামনহাট এক্সপ্রেস ৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত এবং ১৩১৪৮ বামনহাট শিয়ালদা এক্সপ্রেস বন্ধ থাকবে ১০ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত। আরও পড়ুনঃ গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন! দেখে নিন IRCTC এর Tour Package
সম্পূর্ন তালিকা দেখে নিন-
Cancellation of trains for undertaking infrastructure development work pic.twitter.com/xg8ChNLI7y
— SangbadEkalavya (@sangbadekalavya) April 9, 2022
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊