সরকারি কর্মীদের জন্য  চালু হচ্ছে বায়োমেট্রিক উপস্থিতি



২০২০ সালের মার্চ মাসে করোনার জেরে লকডাউন জারি করা হয়েছিল। এর ফলে রাজ্যের সব সরকারি অফিস, বোর্ড, কর্পোরেশন, বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুলের কর্মচারীদের বায়োমেট্রিক উপস্থিতি (Biometric attendance) বন্ধ রাখা হয়েছিল। তবে বর্তমানে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। রাজ্যে রাজ্যে কমেছে সংক্রমণ। অন্য রাজ্যগুলির পাশাপাশি করোনার সংক্রমণ কমেছে হরিয়ানাতেও। সেই কারণেই কর্মীদের উপস্থিতির ব্যাপারে ফের পুরনো ব্যবস্থা (Biometric attendance) চলুর পথে রাজ্য সরকার। 


বায়োমেট্রিক উপস্থিতি (Biometric attendance) ব্যবস্থা আগামী ৫ এপ্রিল থেকে সরকারি কর্মীদের জন্য ফের রাজ্যে চালু হচ্ছে। দু’বছর পর ফের কর্মী হাজিরায় পুরনো নিয়ম ফেরাচ্ছ হরিয়ানা সরকার। সরকারী কর্মীদের হাজিরার ব্যাপারে পুরোন ব্যবস্থা ফেরানো নিয়ে ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। 

আরও পড়ুনঃ দু’বছর পর করোনা বিধিনিষেধ মুক্ত বাংলা, জারি নয়া নির্দেশিকা

রাজ্যের সব প্রশাসনিক সচিব, বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা পরিচালক, বোর্ড ও কর্পোরেশনের প্রধান প্রশাসক, সরকার অধিগৃহীত সংস্থার প্রধান এবং সমবায় সমিতির পরিচালক, বিভাগীয় কমিশনার, জেলাশাসক এবং সব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের কাছে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।


আরও পড়ুনঃ বাংলা ক্যালেন্ডার ১৪২৯ : বাংলার ১২ মাসের ক্যালেন্ডার, নববর্ষ ১৪২৯ , ডাওনলোড pdf, bengali calendar 1429