দু’বছর পর করোনা বিধিনিষেধ মুক্ত বাংলা, জারি নয়া নির্দেশিকা



দিনহাটা




দীর্ঘ দুই বছর পর শুক্রবার থেকে করোনা বিধি নিষেধ মুক্ত হচ্ছে বাংলা। ২০২০ সাল থেকে করোনা সংক্রমণের জেরে জারি হয়েছিল কড়া বিধি নিষেধ । আর ধীরে ধীরে কেটে গেছে দুইটা বছর। বর্তমান কমেছে করোনার প্রকোপ। এর কারণেই বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে করোনা সংক্রান্ত সমস্ত বিধি নিষেধ তুলে নিল রাজ‍্য।




নবান্নের নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, শুক্রবার থেকেই বলবৎ হচ্ছে নয়া নিয়ম। ফলে উঠে যাচ্ছে নাইট কারফিউ। এছাড়া বিশেষ বিশেষ ক্ষেত্রে এতদিন পর্যন্ত নিষেধাজ্ঞা জারি ছিল। তবে এবার থেকে অফিস-কাছারি, শপিং মল ইত্যাদি জায়গার জন্য যে আংশিক নিষেধাজ্ঞা বলবৎ ছিল, তাও আর থাকল না। তবে স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বজায় রাখতেই হবে। এ ছাড়া নিয়মিত স্যানিটাইজেশনের দিকেও নজর দিতে বলা হয়েছে নির্দেশিকায়।




করোনা সংক্রমণ কমতেই কেন্দ্র সরকার সব রাজ্যকে করোনা বিধি তুলে দিতে অনুরোধ করেছিল। সেই মতো বাংলা-সহ প্রায় সব রাজ্যেই উঠে গেল করোনা বিধিনিষেধ।