LSG vs CSK: টুর্নামেন্টের প্রথম জয় লখনউয়ের, টানা দ্বিতীয় ম‍্যাচেও হার চেন্নাইয়ের





বৃহস্পতিবার মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাদের প্রথম ম্যাচে জিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে চমকে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। এভিন লুইস 23 বলে হাফ সেঞ্চুরি করে এলএসজি জয়কে হাইলাইট করেছেন, যা আইপিএল 2022-এর দ্রুততম।




কুইন্টন ডি কক 61 রান করেন যখন অধিনায়ক কেএল রাহুল 40 রান করেন এবং আয়ুশ বাদোনি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তার অর্ধশতকের অনুসরণ করেন একটি দুর্দান্ত ক্যামিওতে যখন এলএসজি 211 রান করে সিএসকেকে এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাদের দ্বিতীয় ম‍্যাচে টানা হারের স্বাদ উপহার দিলেন।




৯৯ রান বোর্ডে তুলে প্রথম উইকেট হারায় লখনউ। কে এল রাহুল ফিরে যান। ৪০ রান করে। নিজের ইনিংসে ২টো বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। ডি কক আগের ম্যাচে রান না পেলেও এদিন ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলেন ৯টি বাউন্ডারির সাহায্যে। তবে খেলা একেবারে নিজেদের দখলে নিয়ে নেন এভিন লুইস। ৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন লুইস। শিভম দুবেকে ১৯ তম ওভারে ২৫ রান তুলে খেলায় প্রায় যবনিকা টেনে দেন তিনি।




টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লখনউ অধিনায়ক কে এল রাহুল। এদিকে ব‍্যাট করতে নেমে ঝোড়ো ইনিংস খেলেন চেন্নাইয়ের ওপেনার রবীন উথাপ্পা। ৮টি বাউন্ডারি ও ১টি ছক্কায় ২৭ বলে ৫০ রানের ইনিংস খেলে আউট হন তিনি। তবে শুরুতেই ১ রান করে ফেরে রতুরাজ। প্রথম একাদশে ফিরেই ২২ বলে ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মঈন আলি। আবেশ খানের বলে আউট হন তিনি।




২টো বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ৬ বলে ১৬ রান করে সিএসকের ইনিংস দুশোর গণ্ডি পার করে ফের একবার প্রমান করলেন তিনিই সেরা ফিনিশার। যার জন‍্য দীর্ঘ দছড় দশক ধরে বিখ‍্যাত প্রাক্তন সিএসকে অধিনায়ক তথা উইকেট কিপার মহেন্দ্র সিং ধোনি।