ফোন চুরি হলে বা হারিয়ে গেলে কীভাবে খুঁজে পাবেন জেনে নিন

Mobile phone lost



ওয়েবডেস্ক, সংবাদ একলব্যঃ


মোবাইল ফোন এখন মানুষের সাথে ভীষণ ভাবে জড়িত। প্রতিটি পায়ে পায়ে ফোনেই সঙ্গী। ব্যক্তিগত তথ্য থেকে সবকিছুই মোবাইলে রাখছেন সকলেই। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন যদি আপনার ফোনটা হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে কি হবে।



আবার, ফোনই একমাত্র সহজ মাধ্যম যেখানে হাতের নাগালে নিশ্চিন্তেই আপনি আপনার ব্যক্তিগত থেকে শুরু করে সকল কিছুই রাখতে পারেন। তবে জেনে নেওয়া দরকার যদি আপনার ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় কি করে আপনি আপনার ফোনটা খুঁজে পাবেন।



ফোন হারিয়ে গেলে বা চুরি হলে আপনি ফোনের IMEI নম্বর দিয়ে তা খুঁজে পেতে পারেন। IMEI-এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। ১৫ সংখ্যার এই নম্বর কখনই কেউ পাল্টাতে পারে না। যদি ফোনের সিম পরিবর্তন করা হয় তবুও এই নম্বর থেকে যায়। কারণ এটি আপনার ফোনের নম্বর, সিমের সাথে সম্পর্কিত নয়।



এই নম্বর আপনি আপনার ফোনের বাক্সেই পেয়ে যাবেন। গুগল প্লে স্টোর থেকে IMEI ফোন ট্র্যাকার অ্যাপ ডাউনলোড করতে হবে। যার মাধ্যমে আপনি ফোনের অবস্থান ট্র্যাক করতে পারবেন।