Madhyamik  Result 2022 : মাধ্যমিকের রেজাল্ট কবে? কি জানালেন পর্ষদ সভাপতি - জেনে নিন 


Madhyamik  Result 2022



শেষ হলো মাধ্যমিক পরীক্ষা , এবার ফল প্রকাশের পালা। কবে জানানো হবে মাধ্যমিক ২০২২ পরীক্ষার ফলাফল (Madhyamik  Result 2022) তা নিয়ে কৌতূহল রয়েছে ছাত্র-ছাত্রী, অভিভাবক থেকে সকলের মধ্যেই।


পরীক্ষা শেষে সাংবাদিক বৈঠক করেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় । এই বৈঠকে পরীক্ষার ফলাফলের (Madhyamik  Result 2022) তারিখ সহ একাধিক বিষয় উঠে আসে।


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, "পূর্ব বর্ধমানের দুই ছাত্র ভূগোল পরীক্ষায় মোবাইল নিয়ে গিয়েছিল। ওই দুটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। এর পাশাপাশি শ্যামপুর হাইস্কুলের পরীক্ষাকেন্দ্রে বালিপুর মেলাতলা হাই স্কুলের এক পরীক্ষার্থীর দাদা এসে ৭ তারিখ পরীক্ষা দেয়। সেই সঙ্গে সইও করে দেয়। পরের পরীক্ষায় যখন ওই পরীক্ষার্থী নিজে আসে তখন দুটি সাক্ষরের তফাত নজরে আসে। এমন অনেক অভিযোগ এসেছে। বড় রকমের কোনও অভিযোগ সামনে আ আসেনি। পরীক্ষা সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। অনুপস্থিতির সংখ্যা ফলপ্রকাশের দিন জানানো হবে।" (Madhyamik  Result 2022)


পর্ষদ সভাপতি প্রসঙ্গত আরও বলেন, সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী পরীক্ষার ৯০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হবে। আমি কথা দিচ্ছি ৯০ দিনের মধ্যে ফল প্রকাশিত হবে। (Madhyamik  Result 2022)