HS ROUTINE 2022 : উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচী পরিবর্তন করতে চলেছে সংসদ ! জানুন বিস্তারিত


HS ROUTINE 2022



নিজের স্কুলেই এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা হলেও পরীক্ষা সূচী নিয়ে সমস্যা তৈরি হয়েছে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা সূচী ঘোষণার পর থেকেই। জয়েন্টের পরীক্ষা সূচী ঘোষণা হতেই তড়িঘড়ি সংসদ উচ্চমাধ্যমিকের কয়েকটি পরীক্ষার তারিখে রদবদল করে। কিন্তু এতেই স্বস্তি নেই। (WB Higher Secondary 2022)


আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন । যার ফলে ১১ এবং ১৩ এপ্রিলের উচ্চমাধ্যমিকের পরীক্ষা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। সূত্রের খবর  উপনির্বাচনের জন্য ফের একবার  উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিনে রদ-বদল হতে চলেছে। 


উচ্চমাধ্যমিক 2022 সালের পরীক্ষার সূচিতে পরিবর্তন হতে চলেছে বলে খবরা-খবর সামনে এসেছে । কিন্তু কবে সেই পরিবর্তিত তারিখ জানানো হবে তা নিয়ে পরীক্ষার্থী থেকে অভিভাবক, সকলের মধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে। জানা যাচ্ছে আগামীকালকেই পরীক্ষার নতুন সূচি (WB Higher Secondary 2022)   উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করতে যাচ্ছে ।


ইতিমধ্যে স্কুল শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকরা । জানা গিয়েছে যে পরীক্ষার সম্ভাব্য সূচি কি হতে পারে তা ইতিমধ্যেই নবান্নে প্রস্তাব আকারে পাঠিয়ে দিয়েছে  সংসদ । 


সূত্রের খবর উচ্চমাধ্যমিকের যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো আগামী 11 এপ্রিল এবং 13 এপ্রিল, সেই পরীক্ষা তে পরিবর্তন হতে পারে । এই সপ্তাহেই উচ্চমাধ্যমিকের পরীক্ষা সূচী সম্পর্কে ছাত্রছাত্রীরা জানতে পারবে বলেই মনে করা হচ্ছে। ( hs new routine 2022)