দুর্গাপুর মেডিক্যাল কলেজে ছাত্রীকে গণ নির্যাতনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়: গ্রেফতার সহপাঠী বন্ধু
দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজে ছাত্রীকে গণ নির্যাতনের ঘটনায় নতুন মোড় এসেছে। মালদহের কালিয়াচকের এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নির্যাতিতার সহপাঠী এবং বন্ধু। প্রথমে তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ না থাকলেও, মঙ্গলবার নির্যাতিতার গোপন জবানবন্দির ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়।
ঘটনার পর থেকেই পুলিশ তাকে আটক করে টানা জিজ্ঞাসাবাদ করছিল। প্রথম দিন নির্যাতিতা যে অভিযোগপত্র জমা দিয়েছিলেন, তাতে তাঁর নাম ছিল না। কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দিতে নির্যাতিতা ও তাঁর বাবা সরাসরি অভিযোগ তোলেন। সেই ভিত্তিতেই গ্রেফতার করা হয় বন্ধুকে।
আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল চৌধুরী জানিয়েছেন, ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, বাকিদের ভূমিকা তদন্তাধীন। বন্ধুর ভূমিকা নিয়েও সন্দেহ রয়েছে বলে জানান কমিশনার। তাঁর জামাকাপড় বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, নির্যাতিতার মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩০৪(২), ৩০৮(২) এবং ৩১৮(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। ভিক্টিমের গোপন জবানবন্দি ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, নির্যাতিতার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং তাঁদের পাশে রয়েছে প্রশাসন। কলেজ কর্তৃপক্ষও তদন্তে পূর্ণ সহযোগিতা করছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় রাজ্যজুড়ে উদ্বেগ ছড়িয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊