2022 First Bay Of Bengal Cyclone ঘূর্ণিঝড়ের আশঙ্কা
বাংলায় আছড়ে পড়তে চলেছে বছরের প্রথম ঘূর্ণিঝড় 'আসানি' (asani) ? এমনই সম্ভাবনার কথা জানা যাচ্ছে।
ভারত মহাসাগরের দক্ষিণপশ্চিমে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। এটি আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আগামী সপ্তাহে বাংলাদেশ ও মিয়ানমারের উত্তরাঞ্চলে আঘাত হানতে পারে। বুধবার আবহাওয়া দপ্তর এ পূর্বাভাস দিয়েছে।
নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম ‘আসানি’ (Cyclone Asani) দেওয়া হবে। ২১শে মার্চ এটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ২২শে মার্চ পর্যন্ত উত্তর ও উত্তরপশ্চিমের দিকে অগ্রসর হতে থাকবে। ২৩শে মার্চ সকালে এটি বাংলাদেশের কাছকাছি ও মিয়ানমারের উত্তরাঞ্চলে পৌঁছে যাবে।
নিম্নচাপটি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট নিম্নচাপ এবং গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তী ৭২ থেকে ৯৬ ঘণ্টার মধ্যে আরো শক্তি বৃদ্ধি করে অতি গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় 'আসানি' (Cyclone Asani) তে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল গ্রুপ জানিয়েছে- আপাতত এই ঘূর্ণিঝড়ের প্রভাব প্রথমে সবচেয়ে বেশি পড়তে চলেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ অংশে। ঘূর্ণিঝড়টি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী ২১ শে মার্চ ধ্বংসলীলা চালানোর সম্ভাবনা সবচেয়ে বেশি।
সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে জানানো হয়েছে, এই ঘূর্ণিঝড় ২১ শে মার্চের পর আরও কিছুটা শক্তি বৃদ্ধি করে উত্তর দিকে অগ্রসর হয় বাংলাদেশ ও সন্নিহিত অঞ্চলে আছড়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে ঘূর্ণিঝড়ের সঠিক গতিপথ নির্ণয় না হওয়ায়, পশ্চিমবঙ্গকে এখনই বিপদমুক্ত ঘোষণা করা যাচ্ছে না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊