India vs Sri Lanka 1st Test
মোহালির (Mohali) পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা (IS Bindra Stadium) স্টেডিয়ামে ৪ মার্চ, শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচ (India vs Sri Lanka 1st Test 2022)।
এই ম্যাচটি বেশ কয়েকটি কারনে ভারতের কাছে গুরুত্বপূর্ণ। একদিকে যেমন বিরাট কোহলির (Virat Kohli) জন্য গুরুত্বপূর্ণ। কারন ক্যারিয়ারের ১০০তম টেস্ট খেলতে নামবেন বিরাট। অপরদিকে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হবে রোহিত শর্মার।
প্রসঙ্গত দিমুথ করুণারত্নের নেতৃত্বে শ্রীলঙ্কা বর্তমানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) টেবিলের শীর্ষে রয়েছে। গত বছর ওয়েস্ট ইন্ডিজকে ২-০-তে হারিয়েছে তারা। কিন্তু ভারতের মাটিতে তাদের রেকর্ড একদমই ভাল না। বিগত ২০টি টেস্ট খেলে একটি টেস্টও জিততে পারেনি শ্রীলঙ্কান ক্রিকেট টিম।
ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট (India vs Sri Lanka 1st Test) ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে?
৪ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে।
প্রথম টেস্ট কোথায় খেলা হবে?
মোহালির (Mohali) পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা (IS Bindra Stadium) স্টেডিয়ামে ।
প্রথম টেস্ট কখন থেকে শুরু?
ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে সকাল ৯.৩০ থেকে।
কোথায় দেখা যাবে?
ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে। Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 2, Star Sports 2 HD ও Star Sports Hindi চ্যানেলে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে।
অনলাইনে ম্য়াচ কোথায় দেখা যাবে?
অনলাইনে ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্টটি দেখা যাবে হটস্টারে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊