BED VS DELED CASE: প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে B.Ed রাও কি অগ্রাধিকার পাবে? কি জানালো আদালত

BED VS DELED CASE



BED VS DELED CASE-
সুপ্রিমকোর্টে বিএড (b.ed vs d.el.ed) ভার্সেস ডিএলএড কেসের শুনানি অনুষ্ঠিত হয় । কোর্ট শর্ত সাপেক্ষে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। যদিও সুপ্রিম কোর্ট এখনো কোন চূড়ান্ত রায় দেয়নি।  আগামী ৬ সপ্তাহের পর ফের শুনানি অনুষ্ঠিত হবে। আশাকরা হচ্ছে এই দিন চূড়ান্ত রায় জানাবে সুপ্রিম কোর্ট । 


প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনও অগ্রাধিকার থাকবে কি না বা B.Ed রা যোগ্য কি না  এই প্রশ্নের মিমাংসা আগামী দিনেই হতে চলেছে বলে মনে করা হচ্ছে। 

প্রসঙ্গত রাজ্যে প্রাথমিকে শিক্ষকতা করার জন্য ২ বছরের D.EL.ED কোর্স এবং তার সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে ৫০ % নাম্বার (SC/ST/OBC দের ৫% ছার) এর বাধ্যবাধকতা ছিলো। কিন্তু এনসিটিই (ncte) ২৮শে জুন একটি নোটিশ প্রকাশ করে , যেখানে বলা হয়- স্নাতক পাস সঙ্গে ৫০ % নাম্বার এবং B.ED ট্রেনিং প্রাপ্তরাও প্রাথমিকে আবেদন করতে পারবে।

এরপরেই কার্যত d.el.ed প্রার্থীরা মামলা দায়ের করে। b.ed vs d.el.ed মামলা এখন সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে।