Latest News

6/recent/ticker-posts

Ad Code

Madhyamik 2022, শেষদিনের ঐচ্ছিক পরীক্ষাতেও বিতর্ক পিছু ছাড়লো না

Madhyamik 2022, শেষদিনের ঐচ্ছিক পরীক্ষাতেও বিতর্ক পিছু ছাড়লো না, plumbing, electronics 


Madhyamik 2022
picture source dna



ইতিহাস, জীবনবিজ্ঞানের পর আবারও অভিযোগ ঐচ্ছিক বিষয়ের প্রশ্ন নিয়ে। ১৬ মার্চ অনুষ্ঠিত হওয়া ঐচ্ছিক বিষয়ের পরীক্ষায় electronics এবং plumbing বিষয়ের প্রশ্ন নিয়ে উঠলো অভিযোগ।



জানাগিয়েছে Electronics এবং Plumbing বিষয়ের পরীক্ষা ছিলো ১ ঘন্টা ৪৫ মিনিটের। এদিনের এই দুই বিষয়ের প্রশ্নেই আসেনি কোন সংক্ষিপ্ত প্রশ্ন। শুধু তাই নয় সেই সাথে সিলেবাস বহির্ভূত প্রশ্ন আসার অভিযোগও উঠেছে।



এদিনের electronics থেকে আসা গ) ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করে এসি ও ডিসি ভোল্টেজ পরিমাপ করার পদ্ধতিগুলি উল্লেখ করো।

ঘ) ওয়াটার হিটার কত প্রকার হয়? যে কোন দুটির বর্ণনা দাও।

চ) মেগার মিটার কি কাজে ব্যবহার করা হয়? বৈদ্যুতিন মেগার ও ম্যানুয়াল মেগার-এর কার্যকারিতা লেখো।

- এই তিনটি প্রশ্নই সিলেবাস বহির্ভূত বলে অভিযোগ জানিয়েছে পরীক্ষার্থীরা।

এবছরের প্লাম্বিং এর প্রশ্নপত্র দেখে নিন- click here
এবছরের ইলেক্ট্রনিক্সের প্রশ্নপত্র দেখে নিন- click here 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code