Bappi Lahiri : সঙ্গীত জগতে গভীর শূন্যতা, প্রয়াত বাপ্পি লাহিড়ি
মুম্বই, ১৬ ফেব্রুয়ারি: প্রয়াত হলেন সংগীত শিল্পী বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
মুম্বইয়ের (Mumbai) ক্রিটিকেয়ার হাসপাতালে তিনি প্রয়াত হন বলে জানা গিয়েছে।
গতকাল প্রয়াত হয়েছেন 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। আর আজ বাপ্পি লাহিড়ির প্রয়ানের খবরে শোকস্তব্ধ সঙ্গীত জগত।
হাসপাতালের পরিচালক দীপক নামজোশি সংবাদসংস্থা পিটিআই-কে বলেছেন, "বাপ্পি লাহিড়ি এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এবং সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার তাঁর স্বাস্থ্যের অবনতি হয় ও তাঁকে ফের হাসপাতালে আনা হয়েছিল। তাঁর একাধিক স্বাস্থ্য সমস্যা ছিল। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে রাতে তাঁর মৃত্যু হয়।"
8 মন্তব্যসমূহ
আত্মার শান্তি কামনা করি
উত্তরমুছুনআপনার আত্মার শান্তি কামনা করি
উত্তরমুছুনRip sir
উত্তরমুছুনॐ शान्तिः
উত্তরমুছুনসঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি
উত্তরমুছুনRip sir
উত্তরমুছুনRest in peace 🕊️
উত্তরমুছুনKhub dukkha janak ghotona. Rip sir
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊