Latest News

6/recent/ticker-posts

Ad Code

সোমবার অর্ধদিবস ছুটি ঘোষনা রাজ‍্যের

সোমবার অর্ধদিবস ছুটি ঘোষনা রাজ‍্যের

nabanna




রাজ‍্যে ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পান্ডের মৃত‍্যুতে সোমবার অর্ধদিবস ছুটি ঘোষনা করলো রাজ‍্য সরকার। সোমবার রাজ্যের সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস দুপুর ২টোর পর ছুটি দিয়ে দেওয়া হবে। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানালো রাজ‍্য সরকার।




দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। রাজ্যের ক্রেতাসুরক্ষা দফতর সামলেছেন তিনি। মানিকতলার তৃণমূল বিধায়ক। টানা ৬ বার জিতেছেন বটতলা বিধানসভা কেন্দ্র থেকে।২০১১ থেকে মানিকতলা কেন্দ্রে জয়ী। তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতার পাশে ছিলেন।



কিছুদিন আগেও তৃণমূল বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডের শারীরিক অবস্থা ভালো ছিল না বলেই জানা গিয়েছিল। ২০২১-এর জুলাই নাগাদ ভেন্টিলেশনে ছিলেন মানিকতলার বিধায়ক। ফুসফুসে সংক্রমণ ছিল। রক্তচাপ ও হার্টবিট অনিয়মিত চলছিল।




মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুতে শোক প্রকাশ করে ট্যুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee) লিখেছেন, ‘দীর্ঘদিন ধরে সুন্দর সম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে গভীর ভাবে মর্মাহত। তাঁর পরিবার, বন্ধু, অনুগামীদের প্রতি গভীর সমবেদনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code