Latest News

6/recent/ticker-posts

Ad Code

গ্রামবাসীদের তাড়ায় মগডালে উঠল চিতাবাঘ, দেখুন ভিডিও

গ্রামবাসীদের তাড়ায় মগডালে উঠল চিতাবাঘ, দেখুন ভিডিও

চিতাবাঘ



এবার শিলিগুড়ির নকশালবাড়িতে (Naxalbari) গ্রামবাসীদের তাড়ায় মগডালে উঠল চিতাবাঘ (Leopard)। অবশেষে বনকর্মীদের অনেক চেষ্টায় গাছ থেকে নামানো হয় চিতাবাঘকে।  

জানাযায় চিতাবাঘটিকে তাড়া করেছিলেন এলাকার কিছু মানুষ। তাড়া খেয়ে চিতাবাঘটি আত্মরক্ষায় গাছের মগডালে উঠে পরে। এরপর গাছে দড়ি বেঁধে মাটিতে নামানো হয়। গাছ থেকে নেমেই চিতাবাঘটি আবার দৌড়াতে গেলেই বনকর্মীদের জালে আটকে পড়ে। 

বনদপ্তর সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এর পর সেটিকে বেঙ্গল সাফারি পার্কে (Bengal Safari Park) নিয়ে যাওয়া হয়েছে চিতাবাঘটিকে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code