Latest News

6/recent/ticker-posts

Ad Code

Kacha Badam: ভূবন বাদ্যকারের 'কাঁচা বাদাম' নিয়ে ট্যুইট কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের !

Kacha Badam: ভূবন বাদ্যকারের 'কাঁচা বাদাম' নিয়ে ট্যুইট কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের ! 

Kacha Badam




গুন গুন সুরে গান থেকে নিজমনে গড়ানো গান এবং সুর দিয়ে বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর এখন সারা ভূবনের অলিগলিতে সরগরম। "বাদাম, বাদাম, দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বা..দা..ম... "- হ্যাঁ,এই গানটিই শুধু জনপ্রিয়তা নয় পাল্টে দিয়েছে ভুবন বাদ্যকারের জীবন যাত্রাও। সম্প্রতি ' কাঁচা বাদাম' গানে প্রভাবিত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলও (Piyush Goyal) ।



'কাঁচা বাদাম' (Kacha Badam) -এর ভূবন বাদ্যকার (Bhuban Badyakar) নিয়ে এবার টুইট করলেন কেন্দ্রীয় বানিজ্য মন্ত্রী পীষুষ গোয়েল (Piyush Goyal)।




মজা করে মন্ত্রী পীযুষ (Piyush Goyal) লিখলেন, কাঁচা বাদাম এখন পাকা হয়ে গিয়েছে। ৫৩ দিনের মধ্যে ভারত তাদের দশম ইউনিকর্ন পেয়ে গিয়েছে। যে কোম্পানির মূল্য ১ বিলিয়ন ডলারের বেশি তাকে বলে ইউনিকর্ন।

লেখার সাথে ভুবন বাদ্যকরের আগের আর বর্তমানের ছবিও শেয়ার করেছেন।  যেখানে দেখা যাচ্ছে সাধারণ বেশ ভূষার ভুবন আজ স্যুট-বুটে চকচক করছে। 


একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code