Anish Khan death case: আনিস খানের হত্যাকাণ্ডে নয়া মোড়, গ্রেপ্তার সিভিক ও হোমগার্ড
Kolkata: Students of Aliah University holding banners, participate in a protest march over the Anish Khan murder case, in Kolkata, Tuesday, Feb. 22, 2022. | (PTI Photo/Swapan Mahapatra) |
নিউজ ডেস্কঃ আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খানের (Anish Khan Murder Case) হত্যাকাণ্ডে নয়া মোড়। আনিসের মৃত্যুকে 'হত্যা' বা 'খুন' বলে উল্লেখ করলেন রাজ্য পুলিসের ডিজি মনোজ মালব্য (Manoj Malaviya)।
তিনি জানান, এই ঘটনায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে একজন হোমগার্ড কাশীনাথ বেরা নামের এক হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে।
পাশাপাশি ডিজি মনোজ মালব্য (Manoj Malaviya) অভিযোগ, তদন্তে সহযোগিতা করা হচ্ছে না। পুলিস এবং সিটকে কাজে বাধা দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত আনিসের পরিবারের অভিযোগ, পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের ইউনিফর্ম পরা চারজন লোক ১৮ ফেব্রুয়ারি রাতে তাকে আনিসকে বাড়ির তৃতীয় তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে ।
এদিকে সিবিআই তদন্তের দাবি করছে আনিসের পরিবার। আনিসের বাবা সালেম বলেন, "রাজ্য পুলিশের ওপর আমার আস্থা নেই। আমি আমার ছেলের মৃত্যুর বিষয়ে SIT-এর সঙ্গে কথা বলতে চাই না। আমি CBI তদন্ত চাই। শুধুমাত্র তারাই এই মামলার সমাধান করতে পারে। আমিও মনে করি যে আমার ছেলের মৃতদেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য পাঠাতে হবে।”
West Bengal | One Home Guards personnel and one civic volunteer arrested, in connection with Anis Khan death case
— ANI (@ANI) February 23, 2022
West Bengal Police constituted a three-member Special Investigation Team (SIT) on 22nd February
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊