WB Primary TET: গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি  প্রাথমিক শিক্ষা পর্ষদের

WB Primary TET



২০ জানুয়ারি, ২০২২- আরটিআই (RTI) বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছর প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত 10 জানুয়ারি, ২০২২ TET-2017 এর রেজাল্ট প্রকাশিত করেছে প্রাথমিক পর্ষদ, সেই পরীক্ষা নিয়ে যদি কেউ RTI করতে চায় সেক্ষেত্রে RTI এর জন্য কিছু বিধি লাগু করেছে পর্ষদ ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, TET-2017 এর ফলাফল ১০ জানুয়ারি ২০২২ তারিখে প্রকাশিত হয়েছে। ২৪ ডিসেম্বর ২০২১ তারিখের বোর্ডের রেজুলেশনের শর্ত মোতাবেক, সমস্ত পরীক্ষার্থীদের বোর্ডে জমা দেওয়া আবেদনগুলি যাচাই-বাছাই করবে। আবেদনকারীরা তার OMR/ডিজিটাইজড ডেটা শীটের কপির জন্য নিম্নলিখিত ভাবে আবেদন করতে পারবে।

TET-2017-অ্যাডমিট কার্ডের একটি কপি সংযুক্ত করতে হবে।

500 টাকার একটি ডিমান্ড ড্রাফ কাটতে হবে- ইন ফেভার অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন (WEST BENGAL BOARD OF PRIMARY EDUCATION) এর নামে ।


আবেদন পত্র পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবের কাছে পাঠাতে হবে।

এই ধরনের আবেদন স্পিড পোস্টের মাধ্যমে 90 দিনের মধ্যে পাঠানো হবে।


এই বিজ্ঞপ্তি জারি করার তারিখ, অর্থাৎ 20.01.2022 থেকে 19.04.2022 তারিখের মধ্যে আবেদন করতে হবে। উল্লিখিত তারিখের বাইরে কোনো আবেদন গ্রহণ করা হবে না । আরও পড়ুনঃ Breaking News : এবার রেশনে মিলবে রান্নার গ্যাস !

প্রসঙ্গত প্রাথমিকের টেটের (Primary TET 2017) ফল ঘোষণা হয়েছিল গত ১০ জানুয়ারি। যেখানে পাশ করেছেন ৯ হাজার ৮৯৬ জন জন। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৪৫ হাজার ৩৪৪ জন। তার মধ্যে পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষ ৮৯ হাজার ৮১৪ জন।