Breaking News : এবার রেশনে মিলবে রান্নার গ্যাস !
রেশনে মিলবে রান্নার গ্যাস |
মার্চ থেকেই ভর্তুকি মূল্যে রেশনে (Ration) পাওয়া যাবে রান্নার গ্যাস (Cooking gas)। কেন্দ্রীয় খাদ্যসচিবের সঙ্গে বৈঠকের পর 'অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার্স ফেডারেশন' -এর সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু সংবাদ মাধ্যমে জানিয়েছেন একথা।
জানা গিয়েছে ৫ কেজি ওজনের গ্যাস (gas cylinder) আপাতত দেওয়া হবে রেশনের দোকান থেকে। এব্যাপারে বিশ্বম্ভর বসু বলেন, "আগে এটা কেন্দ্রীয় সরকার চালু করলেও তা বাড়তি মূল্যে দেওয়া হত। এবার থেকে তা ভর্তুকিমূল্যেই পাওয়া যাবে। "
সংগঠনের দাবি, এতে একদিকে যেমন গ্রাহকরা উপকৃত হবেন পাশাপাশি আর্থিক ভাবে উপকৃত হবেন রেশন ডিলাররাও। কেন্দ্রীয় সরকারের তরফে রেশন ডিলারদের কমিশন বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিশ্বম্ভর। আরও পড়ুনঃ স্বাধীন ভারতে নেতাজির প্রথম মর্মরমূর্তি স্থাপিত হয়েছিলো উত্তরবঙ্গের এই শহরেই।
10 মন্তব্যসমূহ
Good news 😊
উত্তরমুছুনজয় বাংলা
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনWow 👌
উত্তরমুছুনDarun khabor
উত্তরমুছুনWow.. darun.. kintu 5kg cilinder kothai pabo ekhon..
উত্তরমুছুনwah
উত্তরমুছুনWow
উত্তরমুছুনwow
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊