Latest News

6/recent/ticker-posts

Ad Code

কল সেন্টারের আড়ালে দেহব্যবসার ঘাঁটি, পুলিসের অভিযানে গ্রেফতার কুড়ি জন তরুণী সহ দুই যুবক

কল সেন্টারের আড়ালে দেহব্যবসার ঘাঁটি, পুলিসের অভিযানে গ্রেফতার কুড়ি জন তরুণী সহ দুই যুবক





BSF ক্যাম্প সংলগ্ন এলাকায় কল সেন্টারের (call center) আড়ালে দেহব্যবসার (prostitution) ঘাঁটি, পুলিসের অভিযানে গ্রেফতার কুড়ি জন তরুণী সহ দুই যুবক।

জলপাইগুড়ি কোতয়ালী থানার অন্তর্গত রানীনগরে সীমান্ত রক্ষী বাহিনীর ক্যাম্প সংলগ্ন এলাকার ঘটনা, ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে দুই যুবক এবং কিছু তরুনি ফোনে বন্ধু বান্ধবী জোগাড় করে দেবার আড়ালে কার্যত দেহব্যবসা  চালিয়ে আসছিলো বলে জানিয়েছেন জেলা পুলিশের এক পদস্থ আধিকারিক।

তিনি জানান রাণীনগর স্টেট ব্যাংক লাগোয়া একটি বাড়ি ভাড়া নিয়ে চলছিলো এই অপরাধ মূলক কর্মকান্ড, বাড়ির মালিকের করা অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান চালায় কোতয়ালী থানার পুলিশ।

বেশকিছু মোবাইল ফোন সহ কুড়িজন তরুণী এবং দু জন যুবককে গ্রেফতার করা হয়েছে, শুক্রবার এদের আদালতে পেস করা হবে।



একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code