Brothers Separated During Partition
Brothers Separated During Partition Reunite at Kartarpur Corridor After 74 Years




১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভাজনের (1947 Partition) সময় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন দুই ভাই। স্বাধীনতার ৭৫ এ এসে আবার দেখা হলো দুই ভাইয়ের। চোখের জলে আনন্দের উচ্ছ্বাস কর্তারপুর করিডরে। স্যোসাল মিডিয়ায় ভাইরাল সেই মিলনের মুহূর্ত। 

১৯৪৭ সালে দেশভাগের সময় মহম্মদ সিদ্দিক (Mohammad Siddique) ছোট ছিলেন। তাঁর পরিবার বিভক্ত হয়ে পড়ে। সিদ্দিক পাকিস্তানের ফয়সলাবাদে থাকেন। তাঁর বড় ভাই হাবিব (Habib) ওরফে শেলা ভারতে চলে আসেন সেই সময়।

৭৪ বছর পরে কর্তারপুর করিডরে (Kartarpur Corridor) দুই ভাইয়ের পুনর্মিলন হলো। দুই ভাইয়ের পুনর্মিলনের ভিডিও সোশাল মিডিয়ায় মন জয় করছে।