নাচের ভিডিও ভাইরাল হওয়ায় চাকরি হারালেন শিক্ষিকা, ডাইভোর্স দিলেন স্বামী

dance on the Nile



নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর চাকরি হারিয়েছেন মিসরের এক নারী শিক্ষিকা। শুধু তাই নয় ওই ঘটনার জেরে ওই শিক্ষিকার স্বামী তাকে ডাইভোর্সও দিয়েছেন। তবে এই ঘটনা সামনে আসতেই ওই শিক্ষিকার পাশে দাঁড়িয়েছেন নারী অধিকারকর্মীরা।

ঘটনায় প্রকাশ আয়য়া ইউসুফ নামে ওই শিক্ষিকা নীলনদে নৌবিহারে যান। সেখানেই ওই নাচের ভিডিও ধারণ করা হয়। ভাইরাল ভিডিও ফুটেজে, শিক্ষিকাকে মাথায় হিজাব এবং ফুলহাতা জামা পরে পুরুষ সহকর্মীদের সাথে নাচতে দেখা গেছে। মিসরের ডাকাহলিয়া প্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ের আরবি শিক্ষিকা ছিলেন তিনি।

এ ব্যাপারে সাংবাদিকদের আয়য়া জানান, এক অসৎ লোকের ধারণ করা ওই ভিডিওর জন্য আমার জীবন ধ্বংস হয়ে গেছে। ওই ব্যক্তি আমার সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করেছেন। অনুমতি ছাড়া ভিডিও ধারণ করার জন্য ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও হুমকি দিয়েছেন তিনি।

তবে ইতিমধ্যেই ওই শিক্ষিকার সমর্থনে এজিপশিয়ান সেন্টার ফর ওম্যান রাইটসের প্রধান ড. নিহাদ আবু কুসমান নিজে থেকে তাকে মামলা করার ব্যাপারে সাহায্য করতে চেয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

thanks