১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভাজনের (1947 Partition) সময় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন দুই ভাই। স্বাধীনতার ৭৫ এ এসে আবার দেখা হলো দুই ভাইয়ের। চোখের জলে আনন্দের উচ্ছ্বাস কর্তারপুর করিডরে। স্যোসাল মিডিয়ায় ভাইরাল সেই মিলনের মুহূর্ত।
১৯৪৭ সালে দেশভাগের সময় মহম্মদ সিদ্দিক (Mohammad Siddique) ছোট ছিলেন। তাঁর পরিবার বিভক্ত হয়ে পড়ে। সিদ্দিক পাকিস্তানের ফয়সলাবাদে থাকেন। তাঁর বড় ভাই হাবিব (Habib) ওরফে শেলা ভারতে চলে আসেন সেই সময়।
৭৪ বছর পরে কর্তারপুর করিডরে (Kartarpur Corridor) দুই ভাইয়ের পুনর্মিলন হলো। দুই ভাইয়ের পুনর্মিলনের ভিডিও সোশাল মিডিয়ায় মন জয় করছে।
Kartarpur Sahib corridor has reunited two elderly brothers across the Punjab border after 74 years. The two brothers had parted ways at the time of partition. A corridor of reunion 🙏 pic.twitter.com/g2FgQco6wG
— Gagandeep Singh (@Gagan4344) January 12, 2022
1 মন্তব্যসমূহ
🙏🙏🙏
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊