মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিয়ে বড় নির্দেশ পর্ষদের
টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক মাধ্যমিকের সূচি প্রকাশের সময়ে জানানো হয়েছিল। আর এবার পর্ষদের তরফে মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা নেওয়ার সময়সীমাও বেঁধে দেওয়া হল। পর্ষদের তরফে ১৩ই ডিসেম্বর থেকে ২৪শে ডিসেম্বরের মধ্যে নিতে হবে টেস্ট পরীক্ষা এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে।
করোনার জেরে দীর্ঘদিন পর খুলেছে স্কুল। এদিকে পর্ষদের তরফে ঘোষনা হয়েছে পরীক্ষার সূচিও। এবার টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক এমনটাই জানানো হল পর্ষদের তরফে। আর পরীক্ষা মেটার পরেই পাঠাতে হবে কাগজ পত্র। আরও পড়ুনঃ Exclusive Report: ভাইরাল কাঁচা বাদামের শিল্পীর সাথে মুখোমুখি সংবাদ একলব্য
এদিকে ফের করোনা বাড়ছে। আদৌ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কিনা সেই চিন্তার মাঝেই টেস্ট পরীক্ষা নিয়ে এমন বিজ্ঞপ্তি পরীক্ষার্থীদের মনে পরীক্ষা হওয়ার আশা জাগছে। তবে টেস্ট পরীক্ষা হওয়ার পর যদি করোনার জের পরীক্ষা বাতিল হয় তবে টেস্টের ওপর ভিত্তি করে ফল প্রকাশ করতে পারে বোর্ড এমনটাও মনে করছে বিশেষজ্ঞ মহল।
8 মন্তব্যসমূহ
Good dicition 👍
উত্তরমুছুনGood dicition
উত্তরমুছুনGood decision
উত্তরমুছুনGood decision
উত্তরমুছুনGood information
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনভালো খবর
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊