দুয়ারে রেশন (duare ration) প্রকল্পের জন্য কর্মী নিয়োগের (recruitment) ক্ষেত্রে যুবশ্রীদের (yuvashree) অগ্রাধিকারের দাবীতে ডেপুটেশন 

men and women with banner


মধুসূদন রায়, জলপাইগুড়িঃ বুধবার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসার ও জেলা কন্ট্রোলার অব ফুড সাপ্লাই অফিসে  স্মারকলিপি প্রদান করা হয় পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্ম প্রার্থী সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে। 

এদিন তারা জমায়েত হয়ে, দুপুর ১ টা নাগাদ ফুড সাপ্লাই অফিসে এক দফা এবং দুপুর দেড়টা নাগাদ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ছয় দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন। 

উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা প্রেসিডেন্ট সুজয় লোধ, সেক্রেটারি স্বপন রায় সহ অন্যান্যরা।

ডেপুটেশনে জানানো হয়- "আমরা পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি, জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি যে- আমরা 2013 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে তৈরি যুবশ্রী। সেই সময় মাননীয়া মুখ্যমন্ত্রী আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন অনতিবিলম্বে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা তিনি। করবেন। কিন্তু আজ দীর্ঘ ৪ বছর হল এখনও পর্যন্ত তিনি আমাদের কর্মসংস্থানের কোন ব্যবস্থা করতে। পারেন নি। আমরা বেকার অবস্থায় তাত্যন্ত দুরবস্থার মধ্য দিয়ে জীবন যাপন করছি। বেকারত্বের জ্বালা আমাদের দিশেহারা করে তুলছে এবং যে পরিমাণ উৎসাহ ভাতা আমাদের দেওয়া হচ্ছে তা জীবন ধারণের জন্য অত্যন্ত নগণ্য। এই পরিস্থিতিতে আমরা জানতে পারছি রাজ্য সরকার দুয়ারে রেশন প্রকল্পের জন্য কর্মী নিয়ােগ করতে চলেছে এই কর্মী নিযােগের ক্ষেত্রে যুবশ্রী থেকে যুবক যুবতীদের নিয়ােগ করলে আমাদের পরিবারগুলির কিছুটা সুরাহা হয় ।"