বেলিয়াতোড়কে ব্লক হিসেবে ঘোষনার দাবিতে ৪৮ ঘন্টার উপবাস উপাসনা





রঞ্জিত ঘোষ, বাঁকুড়া,১লা ডিসেম্বর:




বেলিয়াতোড় থানা এলাকাকে বেলিয়াতোড় ব্লক হিসেবে ঘোষণা করার দাবিতে গত ২৯ তারিখ থেকে ৪৮ ঘন্টা উপবাস উপাসনা প্রার্থনা শুরু করেছিল রহুল সেন নামে এক ব্যক্তি । তার দাবি বেলিয়াতোড় থানা এলাকাকে বেলিয়াতোড় ব্লক হিসেবে ঘোষণা করতে হবে । এ বিষয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাঁকুড়া জেলা শাসককে গণ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আবেদনও করেছেন বলে জানান ।




বেলিয়াতোড় থানা এলাকার মানুষের কথা চিন্তা করে ৪৮ঘন্টা তিনি উপস উপাসনা প্রার্থনা শুরু করেছিলেন বুধবার তিনি সেই উপবাস উপাসনা প্রার্থনা তুলে নেয় । তার বিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকতার সহিত তার এই প্রচেষ্টাকে সফল করবেন ।




রহুল সেন বলেন , বেলিয়াতোড় থানা এলাকাকে বেলিয়াতোড় ব্লক হিসেবে ঘোষণা করলে উপকৃত হবে সাধারণ মানুষরা ।কেননা বেলিয়াতোড় থানা এলাকার সাধারণ মানুষদের বড়জোড়া যেতে গেলে অনেকটা পথ অতিক্রম করতে হয় তাই বেলিয়াতোড় ব্লক হলে সেই সমস্যা মিটবে । উপকৃত হবেন বেলিয়াতোড় থানা এলাকার সাধারন মানুষরা ।